ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ উইকেট ও সেঞ্চুরি টেস্ট ফরম্যাটে ডাকছে আর্চারকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
৬ উইকেট ও সেঞ্চুরি টেস্ট ফরম্যাটে ডাকছে আর্চারকে জোফরা আর্চার-ছবি:সংগৃহীত

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা হয়নি জোফরা আর্চারের। তবে পরবর্তীতে সাবেক ক্রিকেটারদের চাপের কারণে চূড়ান্ত স্কোয়াডে তাকে নিতে বাধ্য হয় নির্বাচকরা। আসরে ইংলিশদের সেরা বোলারও ছিলেন তিনি। এবার অ্যাশেজের প্রথম টেস্টে তিনি সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে তার খেলা যেন এখন সময়ের ব্যাপার।

এমনিতেই এজবাস্টন টেস্টে ইনজুরিতে পড়া জেমস অ্যান্ডারসন লর্ডসে ছিটকে গেছেন। অন্যদিকে নিজ ক্লাব সাসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সই করলেন এই অলরাউন্ডার।

৬ উইকেট নেওয়ার পর তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। ফলে এটা বলাই যায়, সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের খুব নিকটেই তিনি।  

মাত্র ২৭ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন এই গতি তারকা আর্চার। আর ব্যাটিংয়ে নেমে ৯৯ বলে তুলে নেন ১০৮ রানের ইনিংস। ১৪ আগস্ট লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।