ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনিকে দেখে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিল কাশ্মীরিরা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ধোনিকে দেখে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিল কাশ্মীরিরা! সেনাবাহিনীর দায়িত্ব পালন করছেন ধোনি: ছবি-সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি আর্টিকেল-৩৭০ বাতিল করায় অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে জম্মু-কাশ্মীরে। বিশেষ মর্যাদা হারানোয় ক্ষোভে ফুঁসছে কাশ্মীরিরা। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে দেখে সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশই করলো তারা।

অস্থিতিশীল কারণে কাশ্মীরে সেনা মোতায়েন করেছ ভারত সরকার। লেফট্যানেন্ট কর্নেলের দায়িত্ব নিয়ে ধোনি এখন কাশ্মীরে আছেন।

সেখানেই বিরূপ এই পরিস্থিতিন সম্মূখীন হতে হয় তাকে।  

ধোনিকে কাশ্মীরের জনতা স্বাগত জানিয়েছে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিয়ে। বুধবার (০৭ আগস্ট) মোহাম্মদ ফাইজান নাজিব নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ‍টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, ধোনিকে দেখে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগান দিচ্ছে জনতা। ভিডিও পোস্টটির ওপর তিনি লিখেছেন, ‘যখন ধোনি কাশ্মীরে পৌঁছল, তখন জনতা বুম বুম আফ্রিদি স্লোগান দিচ্ছিল। ’ 

ইতোমধ্যে ভিডিওটি ৮৯২ বার রিটুইটস এবং ২৯৫৯ বারের মতো শেয়ার এবং ৩০ হাজারের বেশি দর্শক দেখেছে।  

ভারতকে ২০১১ বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক ধোনি বর্তমানে কাশ্মীরে আছেন। ২০১৯ বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দুই মাসের ছুটি নিয়ে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।  ধোনি ভারতীয় সেনাবাহিনীতে সম্মানসূচক লেফট্যানেন্ট কর্নেল পদবীতে ভূষিত হন ২০১১ সালে। ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক ধোনি কাশ্মীরে নিযুক্ত ১০৬ টেরিটরিয়াল আর্মি ব্যাটালিয়নে (প্যারা) নিযুক্ত আছেন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ০৮ আগস্ট, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।