ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে গেইল করলেন ৩১ বলে ৪!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে গেইল করলেন ৩১ বলে ৪! ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেছে। প্রথমে ব্যাট করা ক্যারিবীয়দের ইনিংসের ১৩ ওভার খেলা হয়। তবে এর মাঝে তিন দফা বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয়।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে বারবার বৃষ্টি হামলা দেওয়ায় খেলা আর মাঠে গড়াতে পারেনি।

এদিন উইন্ডিজদের উদ্বোধনী জুটিতে মাঠে নামে ক্রিস গেইল ও এভিন লুইস। এই জুটি ১০.১ ওভার পর্যন্ত মাঠে থাকে। তবে মজার ব্যাপার টর্নেডো ব্যাটিংয়ে পরিচিত গেইলকে নিজের স্বভাবসুলভ ব্যাটিং তো দূরে থাক, স্বাভাবিক ব্যাটিংও করতে পারেননি।

৩১ বলে মাত্র ৪ রান করে গেইল যেন টেস্ট ক্রিকেটকেও হার মানান। এটি আবার তার ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে ধীর গতির ব্যাটিং হয়ে থাকলো (অন্তত ২৫ বল খেলা ইনিংস)। পরে কুলদীপ যাদবের বলে বোল্ড হন তিনি।

ক্যারিবীয় দর্শকদের অবশ্য বিনোদন থেকে বঞ্চিত রাখেননি আরেক ওপেনার এভিন লুইস। ৩৬ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪০ করে অপরাজিত থাকেন তিনি। ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শাই হোপ।

১১ আগস্ট পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।