ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির সেঞ্চুরিতে ভর করে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
কোহলির সেঞ্চুরিতে ভর করে ভারতের জয় ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরির দেখা পেলেন কোহলি-ছবি:সংগৃহীত

বিরাট কোহলির সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫৯ রানে জয় পেয়েছে ভারত। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল দলটি। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পোর্ট অব স্পেনে টসে জিতে প্রথমে ব্যাট করা ভারত অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারয়ে ২৭৯ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি কেমার রোচের বলে আউট হওয়া আগে ১২৫ বলে ১৪টি চার ও এক ছক্কায় ১২০ রান করেন।

এছাড়া ৭১ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে।

ক্যারিবীয় বোলার কার্লোস ব্র্যাথওয়েট ৩টি উইকেট লাভ করেন। এক উইকেট ভাগাভাগি করেন শেলডন কোটরেল, জেসন হোল্ডার ও রোস্টন চেজ।

জবাবে ব্যাট করতে নামা উইন্ডিজ ইনিংসের মাঝে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। পরে আট ওভার কমিয়ে নতুন টার্গেট দেওয়া হয় ২৭০। তবে ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ওপেনার এভিন লুইস। প্রথম ক্যারিবীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ ওয়ানডে খেলতে নামা ক্রিস গেইল করেন ১১ রান।

ভারতীয় বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন। এছাড়া মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব দুটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।