ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফেব্রুয়ারিতেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ফেব্রুয়ারিতেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ছবি-সংগৃহীত

আইসিসির ফিউচার প্ল্যানে আগামী মার্চ মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে, মার্চে নয় আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল।

এর পিছনে কারণও আছে। মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে দেশের ক্রিকেট।

মূলত সে কারণেই সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে সবকিছু এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (০৬ জানুয়ারি) গণমধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। খুব দ্রুতই চূড়ান্ত কিছু জানাতে পারবো। ’ 

তবে বিশ্বস্থ একটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।