ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার মাসের জন্য মাঠের বাইরে রোরি বার্নস 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
চার মাসের জন্য মাঠের বাইরে রোরি বার্নস  রোরি বার্নস

চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে রোরি বার্নসকে। গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় সার্জারি করতে হচ্ছে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানকে। যার ফলে মার্চে দুই টেস্ট সিরিজের জন্য শ্রীলংকা সফরে যেতে পারবেন না ২৯ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের একদিন আগে নিউল্যান্ডে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পান বার্নস। এরপর অনুশীলনে ফুটবল খেলা নিষিদ্ধ করে ইংল্যান্ড।

বার্নসের পরিবর্তে ইংলিশ স্কোয়াডে ডাক পান তরুণ ওপেনার জ্যাক ক্রলি।  

গত বছর ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় বার্নসের। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৪ রান আসে তার ব্যাট থেকে।  

সুস্থ না হওয়া পর্যন্ত পুনর্বাসনে থাকতে হবে বার্নসকে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।