ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লুইসের সেঞ্চুরিতে আইরিশদের হোয়াইটওয়াশ করলো ক্যারিবিয়ানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
লুইসের সেঞ্চুরিতে আইরিশদের হোয়াইটওয়াশ করলো ক্যারিবিয়ানরা লুইসের সেঞ্চুরি উদযাপন: ছবি-সংগৃহীত

সিরিজটা আগেই জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতে এবার আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো ক্যারিবিয়ানরা। ডার্ক লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে উইন্ডিজ। 

গ্রানাডার সেন্ট জর্জ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২০৩ রানে অলআউট হয় আইরিশরা। দলের হয়ে সর্ব্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।

তবে বৃষ্টির কারণে ডার্ক লুইস পদ্ধতির হিসেবে সেই টার্গেট নেমে আসে ৪৭ ওভরে ১৯৭।  

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেটে নিয়েছেন হেইডেন ওয়ালশ। ৩ উইকেট শিকার করেছেন ওশানে থমাস।  

জবাব দিতে নেমে ওপেনার এভিন লুইসের সেঞ্চুরিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ৩৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে তারা। লুইস ৯৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় করেন ১০২ রান। নিকোলাস পুরান ৪৩ ও রোস্টন চেজ ২ রানে অপরাজিত ছিলেন।  

আইরিশদের হয়ে দুই উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিন। ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে ‍লুইসের হাতে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।