ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্পেনে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিতে টাইগার মাদ্রিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
স্পেনে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের সেমিতে টাইগার মাদ্রিদ ছবি:বাংলানিউজ

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট বেশ জমে উঠেছে। ক্রীড়ামোদী দর্শকদের কাছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাপ ক্রিকেট টুর্নামেন্টটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিটি খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। গ্রূপ পর্বের শেষ ম্যাচে জয় লাভ করে তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি স্প্যানিওলদের ক্রিকেট ক্লাব ‘টাইগার মাদ্রিদ’।

সোমবার (১৩ জানুয়ারি) মাদ্রিদের এল কাসেল পার্ক ক্রিকেট মাঠে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে হবিগঞ্জ ইয়ং ষ্টার ক্রিকেট ক্লাবকে ১৫ রানে হারায় ‘টাইগার মাদ্রিদ’। এ জয়ের সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠে গেল ‘টাইগার মাদ্রিদ’।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে সব কটি উইকেটের বিনিময়ে ১১৫ রান করে টাইগার মাদ্রিদ। জবাবে ব্যাট করতে নেমে টাইগার মাদ্রিদের অলরাউন্ডার শাহিন, বিলাল, রাব্বী এবং আসলাম এর বোলিং তোপে একে একে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রানে থামে হবিগঞ্জ ইয়ং ষ্টার। এসময় মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এবং টাইগার মাদ্রিদ ক্রিকেট টীম ম্যানেজার কবির আল মাহমুদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ ক্রীরা সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। খেলা পরিচালনায় ছিলেন ক্রীরা সংগঠক জামান সরকার, জনি মিয়া এবং জাহিদ হাসান।

পরে বিজয়ী টাইগার মাদ্রিদ টিমের খেলোয়াড়দের সম্মানে স্থানীয় মেহমান খানা রেস্টুরেন্টে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ইংরেজী নববর্ষ পরবর্তী এই ক্রিকেট ম্যাচে উপভোগ করতে বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেটপ্রেমী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

বিজয়ীদলের ম্যান অব দ্যা ম্যাচ শাহিনুর রহমানকে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে উপস্থিত স্পেন প্রবাসীরা মনে করেন এ রকম আয়োজন স্পেনে বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী ও ঐকবদ্ধ করতে ভূমিকা রাখবে। প্রবাসে নতুন প্রজন্মকে খেলাধূলায় আগ্রহীকরণে এরকম টুর্নামেন্ট আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর বলেন, স্পেনের ক্রিকেটের ব্যাপকতা বাড়াতেই এমন আয়োজন তাছাড়া খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায়। ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। পরবাসে খেলাধুলার মাধ্যমে বিনোদনের পাশাপাশি দেশকেও সহজে তুলে ধরা যায় বহির্বিশ্বে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।