ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোববার থেকে শুরু বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
রোববার থেকে শুরু বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প বাংলাদেশ ক্রিকেট দল

পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস সহ প্রায় সবাই রয়েছেন দলে।
 

সিরিজটাকে সামনে রেখে রোববার (১৯ জানুয়ারি) শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি। দুপুর ০১টার সময় প্রধান কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ক্রিকেটারদের।

তিন দিনের প্রস্তুতি ক্যাস্প শেষ হবে মঙ্গলবার (২১ জানুয়ারি)। পরদিন অর্থাৎ বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
 
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
 
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহাদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।