ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না ধাওয়ানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না ধাওয়ানের শিখর ধাওয়ান

দুই দিন পর কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ‍শুরু করবে ভারত। কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না শিখর ধাওয়ান। কাঁধে চোট পাওয়ায় ভারতীয় ওপেনার ছিটকে গেছেন। তবে ধাওয়ানের পরিবর্তিত খেলোয়াড়ের নাম এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট পারেননি ধাওয়ান। অবশ্য রোববার (১৯ জানুয়ারি) বেঙ্গালুরুতে ৩৪ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যানকে নিয়েই ২-১ ব্যবধানে সিরিজ জিতে শিরোপা উৎসব করেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

 

সিরিজ নির্ধারণী ম্যাচটিতে অজিদের প্রথম ইনিংসের পঞ্চম ওভারের সময় কাভার-পয়েন্টে অ্যারন ফিঞ্চের ক্যাচ ধরতে ড্রাইভ দেন ধাওয়ান। সে সময় বাজেভাবে বাঁ কাঁধে চোট পান তিনি। এরপর মাঠ থেকে ওঠে যান এ বাঁ-হাতি ব্যাটসম্যান। পরে ভারতের ব্যাটিংয়ের সময় রোহিতের সঙ্গে ওপেন করতেও নামেননি ধাওয়ান।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।