ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

যুবাদের বিশ্বকাপে ১ম হ্যাটট্রিক করলেন বাংলাদেশের রাকিবুল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
যুবাদের বিশ্বকাপে ১ম হ্যাটট্রিক করলেন বাংলাদেশের রাকিবুল  সতীর্থদের সঙ্গে হ্যাটট্রিক উদযাপন করছেন রাকিবুল হাসান: ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের রাকিবুল হাসান। ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন ১৭ বছর বয়সী স্পিনার। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রমের উইট্রান্ড ক্রিকেট ফিল্ডে স্কটিশ ইনিংসের ২৪তম ওভারে বাঁ-হাতের ঘূর্ণিতে পরপর তিন উইকেট নেন রাকিবুল।  

যুবা টাইগার বোলারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড।

স্কোরবোর্ডে ৫২ রান জমা করতেই তারা হারিয়ে ফেলে টপ-অর্ডারের পাঁচ উইকেট।  

এ সময় ইনিংসের ২৪তম ওভার করতে আসেন রাকিবুল। স্কটিশদের রান তখন ৬৭। ইনিংসে ২৩.৩ ওভারে কেস সাজ্জাদকে (৭) বোল্ড করার মধ্য দিয়ে শিকার শুরু করেন রাকিবুল। পরের বলে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন লিলে রবার্টসনকে (০)। এরপরের বলেই বোল্ড করেন চার্লি পিটকে (০)।  

পরে অবশ্য স্কটিশদের শেষ উইকেট জেমি কেয়ার্নসকেও (১৭) সাজঘরে ফিরিয়েছেন রাকিবুল। তার ঘূর্ণিতে কাবু স্কটল্যান্ডের যুবারা ৩০.৩ ওভারে গুটিয়ে যায় ৮৯ রানে। ৫.৩ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রাকিবুল।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।