ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফেনীতে কেএমসিসিকে উড়িয়ে সেমিফাইনালে স্কয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ফেনীতে কেএমসিসিকে উড়িয়ে সেমিফাইনালে স্কয়ার

ফেনী: ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লিগের ৪র্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্কয়ার স্পোর্টিং ক্লাব। বুধবার ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কে.এম.সি.সিকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে দলটি।

ম্যাচে টস জিতে কেএমসিসি ব্যাটিংয়ে নামলেও স্কয়ারের বোলারদের দাপটে ক্রিজে দাঁড়াতে পারেনি ব্যাটসম্যানরা। দলের পক্ষে ব্যাটসম্যান টিপু হাল ধরার চেষ্টা করলেও ৩১.২ ওভারের মাথায় সব কয়টি উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় কেএমসিসি।

দলের পক্ষে টিপু ৪৮ বলে ৪৩ রান করে। স্কয়ারের বোলার রুমি ৩.২ ওভার বল করে ১৩ রানে ৫ উইকেট ও রাকিব ৮ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কেএমসিসির ব্যাটিংয়ে ধস নামায়।

জবাবে জয়ের জন্য ১০৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি স্কয়ারের ব্যাটসম্যানদের। ২০.২ ওভারে ৬ উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কয়ার। দলের পক্ষে রাফি ৪৬ বলে ৪৮ রান সংগ্রহ করে। কেএমসিসির বোলার মেহেদী ২ উইকেট লাভ করে।

ম্যাচে বোলিং নৈপুণ্যের জন্য স্কয়ারের বোলার রুমিকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০ 
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।