ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন উইলিয়ামসন, নেতৃত্ব সাউদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ছিটকে গেলেন উইলিয়ামসন, নেতৃত্ব সাউদি উইলিয়ামসন ও সাউদি

ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। বাঁম কাঁধে চোট পেয়েছেন কিউইদের নিয়মিত অধিনায়ক। উইলিয়ামসনের পরিবর্তে ব্ল্যাক-ক্যাপদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। 

শুক্রবার (৩১ জানুয়ারি) ওয়েলিংটনে ভারতের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এর আগে তিন ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে স্বাগতিকরা।

তার মধ্যে তৃতীয় ম্যাচে কিউইদের হার বরণ বরণ করতে হয়েছে সুপার ওভারে। সেই ম্যাচে ৪৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। কিন্তু রুদ্ধশ্বাস সুপারে আবারও বলি হয়ে ম্যাচ হারে নিউজিল্যান্ড।  

হ্যামিল্টনে সেই ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে কাঁধের চোটে পড়েন উইলিয়ামসন। তবে চোট নিয়েই চতুর্থ ম্যাচে খেলতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু শুক্রবার সকালে নিউজিল্যান্ড ক্রিকেট উইলিয়ামসনের না থাকার বিষয়টি জানিয়ে দেয়।

চতুর্থ ম্যাচে খেলতে না পারলেও বে-ওভালে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেন উইলিয়ামসন।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ইউবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।