ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে জায়গা হয়নি হেটমায়ার-লুইসের, ফিরলেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
শ্রীলঙ্কা সফরে জায়গা হয়নি হেটমায়ার-লুইসের, ফিরলেন ব্রাভো ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার (০৩ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে  ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। 

ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে জায়গা হয়নি শিমরন হেটমায়ার ও এভিন লুইসের। পুনরায় ডাক পেয়েছেন ড্যারেন ব্রাভো।

তার সঙ্গে ফিরেছেন অলরাউন্ডার রভমেন পাওয়েল ও স্পিন বোলিং অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন।  

আগামী শনিবার (০৮ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে ক্যারিবিয়ানরা। ১৭ ও ২০ ফেব্রুয়ারি দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে তারা। ২২ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে মূল সিরিজের লড়াই।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কিমো পল, নিকোলাস পুরান, রভমেন পাওয়েল, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।