ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিম-রিয়াদদের নাশতা খাওয়ালেন পাকিস্তান প্রেসিডেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
তামিম-রিয়াদদের নাশতা খাওয়ালেন পাকিস্তান প্রেসিডেন্ট

ঢাকা: বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) অনুশীলনের পর স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশ যায় পাকিস্তানের যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যাহ্নভোজে। তবে বাবর-তামিমরা প্রেসিডেন্ট ভবনে গেছেন দুপুরে নয়, বিকেলে।

প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণে চায়ের সঙ্গে অন্যান্য খাবারও পরিবেশন করা হয়। স্যান্ডউইচসহ ঝাল-মিষ্টি নানা ধরনের সন্ধ্যাকালীন নাশতা পরিবেশন করা হয় তামিম-মাহমুদউল্লাহদের।

বাংলাদেশ দলকে আতিথেয়তার কোনো কমতি রাখছে না পাকিস্তান। প্রেসিডেন্ট ভবনে নিমন্ত্রণ সেটিরই অংশ। প্রেসিডেন্টের আমন্ত্রণে ইসলামাবাদ শহরও ঘুরে দেখে টাইগাররা।

বাংলাদেশ সময়: ০২০৪, ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমআইএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।