ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বসেরা হতে ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
বিশ্বসেরা হতে ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা যুব বিশ্বকাপের ফাইনালের আগে ট্রফি নিয়ে বাংলাদেশ-ভারত অধিনায়কের ফটোসেশন

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে রোববার (০৮ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নামটা কিন্তু পাঠকরা ভুল পড়েন নি, ঠিকই পড়েছেন, বাংলাদেশ। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে স্বপ্নের ফাইনালে ওঠে আকবর আলীর দল। প্রথমবারের মতো আইসিসি কোনো ইভেন্টে এবং বিশ্বকাপের মতো কোনো আসরে ফাইনাল খেলছে বাংলাদেশ। তাই প্রত্যাশার পারদটা একটু ওপরেই থাকবে।
 

পুরো বিশ্বকাপ আসরে বাংলাদেশের যুবারা দারুণ ক্রিকেট খেলেছে। গ্রুপ পর্বের ম্যাচে ‘সি’ গ্রুপে ছিল জুনিয়র টাইগাররা।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে এবং দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয় তুলে নেয় আকবরবাহিনী। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগার যুবারা।

কোয়ার্টার ফাইনালেও দারণ ছন্দ ধরে রাখে আকবর আলীর দল। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। এরপর সেমিতে নিউজিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠে আকবর আলীরা।

ফাইনালের আগে বাংলাদেশকে প্রেরণা যোগাবে সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি। পাশাপাশি বাংলাদেশের বোলিংটাও আশা যোগাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেছেন শরিফুল-রাকিব-শামিমরা।

তবে একদিক দিয়ে একটু চিন্তায় থাকতে পারে বাংলাদেশ। প্রতিপক্ষের নাম ভারত বলেই। এই ভারতের কাছেই সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ০৫ রানে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১০৫ রানের টার্গেট টপকাতে পারেনি বাংলার যুবারারা। অনূর্ধ্ব-১৯ দল হোক আর জাতীয় দল, ভারতের বিপক্ষে বাংলাদেশের তীরে এসে তরী ডোবার অভিজ্ঞতা আছে অনেকবার।

তবে রোববার (০৯ ফেব্রুয়রি) ফাইনালে সেই শঙ্কা দূর করে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাটা আকবর আলীর হাতে উঠবে সেটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। পচেফস্ট্রুমের জে বি মার্কস ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি।

বাংলাদেশ সময়ঃ ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।