ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মেহেদীর ৫ উইকেটের পর পিনাকের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
মেহেদীর ৫ উইকেটের পর পিনাকের সেঞ্চুরি পিনাক ঘোষ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে পিনাক ঘোষের সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পূর্বাঞ্চল। ফলোঅনে পড়েও দক্ষিণাঞ্চলের বিপক্ষে লিড নিয়েছে তারা। দক্ষিণাঞ্চলের হয়ে ৫ উইকেট নেন মেহেদী হাসান।
 

রোববার (০৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেদের প্রথম ইনিংসে ৩০৬ রানে অলআউট হয় পূর্বাঞ্চল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ৩২৩ রান।

দক্ষিণালের চেয়ে ১৪৭ রানে এগিয়ে আছে তারা। এর আগে দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৪৮২ রানে অলআউট হয়।

৫ উইকেটে ২৭০ রান নিয়ে তৃতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পূর্বাঞ্চল। ৩০৬ রানে শেষ হয় পূর্বাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান ৫ উইকেট নেন। এছাড়া আব্দুর রাজ্জাক ৩টি ও কামরুল ইসলাম ১টি উইকেট নেন।

১৭৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পিনাকের সেঞ্চুরিতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় পূর্বাঞ্চল। ১২১ রান করে আউট হন পিনাক। এরপর আফিফ হোসেনও রানের দেখা পান।

সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে দিন শেষে করেছেন তিনি। আফিফ ৯৩ ও জাকির ২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

বাংলাদেশ সময়ঃ ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
আরএআর/ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।