ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি করলেন মুশফিক

নিজের টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের একমাত্র টেস্টে এই কীর্তি গড়েন তিনি। ব্যক্তিগত ৯৯ রানের সময় ১০১তম ওভারে এইনসলে এনডোলভুর দ্বিতীয় বলে চার হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছান মুশফিক। ১৬০ বলে ১৮টি চারে সেঞ্চুরি (১০৩) করেন এই ডানহাতি। 

মুশফিক এর আগে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালের ১১ নভেম্বর। মজার ব্যাপার তখন প্রতিপক্ষ ও ভেন্যু ছিল এবারের জিম্বাবুয়ে ও মিরপুর শেরে বাংলা।

সেবার অবশ্য নিজের সাদা পোশাকের ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন মুশি। ৪২১ বল মোকাবিলায় তার ব্যাট থেকে এসেছিল ২১৯ রানের অপরাজিত ইনিংস।

মিরপুর টেস্টের তৃতীয় দিন শুরুর কয়েক মিনিটের ব্যবধানে ফিফটি তুলে নিয়েছিলেন মুশফিক। আগের দিনের ৩২ রানের সঙ্গে ২১ রান যোগ করেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন টাইগার এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মুশফিকের অর্ধ-শতকটি সাজানো ছিল ১০ চারে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।