ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই নাঈমের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
শুরুতেই নাঈমের জোড়া আঘাত ছবি: শোয়েব মিথুন

দ্বিতীয় ইনিংস শুরু করেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান না ওঠতেই ইনিংসের প্রথম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ওপেনার প্রিন্স মাসাভাউরে ও ডোনাল্ড তিরিপানোকে গোল্ডেন ডাক উপহার দিয়ে হ্যাটট্রিকের সুযোগ জাগিয়ে তুলেন নাঈম হাসান। 

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন ওপেনার কেভিন কাসুজা (৫) ও ব্রেন্ডন টেইলর (০)।

 সফরকারীরা এখনও পিছিয়ে আছে ২৮৯ রানে।  

এর আগে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি ও অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৬০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।