ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্ট জয়ে ১০০ ওয়াইনের বোতল খুললেন টেইলররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
শততম টেস্ট জয়ে ১০০ ওয়াইনের বোতল খুললেন টেইলররা

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছিলেন রস টেইলর। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর‌ম্যাটে শততম ম্যাচ খেলার বিরল রেকর্ডের পাশাপাশি ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলো কিউই ব্যাটসম্যানের।

ভারতকে ১০ উইকেটে হারিয়ে শততম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের ঐতিহাসিক টেস্ট জয়টি এসেছে ৪৪১তম ম্যাচে।

বিরাট কোহলিদের বিপক্ষে দুর্দান্ত জয়ের দিনটি স্মরণীয় করে রাখলেন টেইলর-কেন উইলিয়ামসনরা। কিউইরা শততম টেস্ট জয় উদযাপন করলেন ১০০ ওয়াইনের বোতল খুলে।

নিজের শততম টেস্ট খেলতে নামা ও দলের শততম টেস্ট জয়ের আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওয়াইনের বোতল হাতে একটি ছবিও পোস্ট করেছেন টেইলর। আর ক্যাপশনে লিখেছেন, ‘ওয়ান ডাউন। আরও ৯৯ যেতে হবে। দুর্দান্ত টেস্ট জয়ের পর দারুণ লাগছে সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।