ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জ্বলছে দিল্লি, শান্তি বজায় রাখার আহ্বান যুবরাজ-শেবাগের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
জ্বলছে দিল্লি, শান্তি বজায় রাখার আহ্বান যুবরাজ-শেবাগের ছবি: সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই ভারতের রাজধানী দিল্লিতে অশান্তি ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই অশান্তির আগুনে এরইমধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনেরও বেশি। আহত হয়েছেন শত শত মানুষ। প্রিয় শহরের এই অবস্থা দেখে মন খারাপ যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগ ও হরভজন সিংয়ের। এমন অবস্থায় নিজেদের অবস্থান থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন এই তিন সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার। 

দিল্লির ঘরের ছেলে শেবাগ। একসময় খেলেছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে।

প্রিয় শহরে অশান্তির বিরুদ্ধে টুইটারকে হাতিয়ার বানিয়ে তিনি লেখেন, ‘দিল্লিতে যা ঘটছে সেটা দুর্ভাগ্যজনক। সবার কাছে আমার অনুরোধ শান্ত থাকুন এবং দিল্লিতে শান্তি বজায় রাখুন। যে কোনো আঘাত কিংবা ক্ষতি এই মহান দেশের রাজধানীর গায়ে দাগ তৈরি করবে। আমি সবার শান্তি কামনা করছি। ’

সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ লেখেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা হৃদয় বিদারক। সবার প্রতি শান্তি বজায় রাখার অনুরোধ করছি। আশা করি পরিস্থিতি সামাল দিতে সঠিন ব্যবস্থা নেবে প্রশাসন। দিনশেষে আমরা সবাই মানুষ। আমাদের একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা করা উচিত। ’

অন্যদিকে সহিংসতার দুটি ছবি দিয়ে ভিক্রান্ত গুপ্তর করা এক টুইট রি-টুইট করে হরভজন লেখেন, ‘নিজেরাই কেন নিজেদের মারছ? সবাইকে অনুরোধ করছি দয়া করে নিজেদের আঘাত করবেন না। ’

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।