ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের অনুপস্থিতির সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
সাকিবের অনুপস্থিতির সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন জিম্বাবুয়ে অধিনায়ক চিবাবা/ছবি: বাংলানিউজ

সিলেট: নিষেধাজ্ঞার কারণে আপাতত ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকার এই অনুপস্থিতির সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা।  

চিবাবা বলেন, বাংলাদেশ দলে সাকিব না থাকায় বাড়তি সুবিধা পাওয়ার আশা করছেন তারা।

সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ জয়ের দিকেই লক্ষ্য জিম্বাবুইয়ান অধিনায়কের।

এদিকে, বিকেল ৩টায় একই ভেন্যুতে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাশরাফিরা সেখানেই অনুশীলন করবেন।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: চামু চিবাবা (অধিনায়ক), শন উইলিয়ামস, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভেরে, ক্রিস্টোফার পোফু, টিনোটেন্ডা মুতোমবোদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), এইন্সলে এনদলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘন্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এনইউ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।