ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এনগিডি-মালানে সিরিজ জিতে নিল দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
এনগিডি-মালানে সিরিজ জিতে নিল দ.আফ্রিকা ছবি:সংগৃহীত

লুঙ্গি এনগিডির ক্যারিয়ার সেরা বোলিং ও ইয়ানেমান মালানের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এ জয়ে তিন ম্যাচ সিরিজের একটি বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল প্রোটিয়ারা।

ব্লুমফন্টেইনে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ইনিংসের শেষ বলে অলআউট হয়ে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে ৯ বল বাকি থাকতে ও ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দ.আফ্রিকা।

২৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে অবশ্য হোঁচট খায় স্বাগতিকরা। প্রথম ওভারের তৃতীয় বলেই অধিনায়ক কুইন্টন ডি কককে ব্যক্তিগত শূন্য রানে বোল্ড করেন মিচেল স্টার্ক। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৯১ রান তোলেন মালান ও ট্রেভর স্মাটস। অ্যাডাম জাম্পার বলে স্মাটস ব্যক্তিগত ৪১ রানে বিদায় নিলেও অবিচল থাকেন মালান।

অপরাজিত থাকা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। প্রথম ওয়ানডেতে অভিষেক হওয়া মালান এদিন দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান। ১৩৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ১২৯ রানের হার না মানা ইনিংস খেলেন। শেষ দিকে হেনরিখ ক্লাসেনের ৫২ বলে ৫১ ও ডেভিড মিলানের ২৯ বলে অপরাজিত ৩৭ রান জয়ে দারুণ ভূমিকা রাখে।

অজি বোলারদের মধ্যে জাম্পা ২টি উইকেট পান। এছাড়া স্টার্ক ও প্যাট কামিন্স একটি করে উইকেট দখল করেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও এনগিডির বোলিং তোপে দলীয় ইনিংস তিনশ ছাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬৯ রান করে করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডি’আর্সি শর্ট। ৩৬ রান করেন মিচেল মার্শ।

১০ ওভারে ৫৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন এনগিডি। ২টি উইকেট পান অ্যানরিচ নর্তে। আর আন্দিলে ফেলুকায়ো ও তাবরাইজ শামসি একটি করে উইকেট দখল করেন।

দুর্দান্ত খেলার সুবাদে এনগিডি ও মালান দু’জনকেই ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়ু: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।