ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার হাতে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
দক্ষিণ আফ্রিকার হাতে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া প্রোটিয়াদের উইকেট উদযাপন

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে অজিদের হোয়াইওয়াশ করল প্রোটিয়ারা। 

অস্ট্রেলিয়ার দেওয়া ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ২৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

টসে হেরে প্রথমে ব্যাট করে মার্নাস লাবুশানের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ রান করে অজিরা।

জবাব দিতে নেমে ৪৫.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান করে প্রোটিয়া বাহিনী।   

অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন জে জে স্মাটস। বল হাতে ৯ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর প্রয়োজনের মুখে ব্যাট হাতে ৯৮ বলে ১২ চারে ৮৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি।   

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।