ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার অ্যান্ডি ফ্লাওয়ার

জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে শনিবার (০৭ মার্চ) সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

অ্যান্ডি এর আগে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়া সুনীল জোশির জায়গায় কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের দায়িত্ব নিলেন তিনি।

৫১ বছর বয়সী সাবেক জিম্বাবুইয়ান তারকা সহায়তা করবেন পাঞ্জাবের প্রধান কোচ অনীল কুম্বলকে।

এ দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে অ্যান্ডি বলেন, ‘কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচের নিয়োগ পেয়ে আমি সত্যি উচ্ছ্বসিত এবং অনীল কু্ম্বলের সঙ্গে কাজ করে আইপিএলের এই সংস্করণে আমাদের দলকে সাহায্য করবো। ’

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।