ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মা হারালেন হাবিবুল বাশার সুমন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
মা হারালেন হাবিবুল বাশার সুমন হাবিবুল বাশার সুমন। ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা রিজিয়া বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (মার্চ ২৮) দুপুর ১টার কিছু সময় পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিবুল বাশারের মা।

করোনা আতঙ্কের মাঝেই অসুস্থ মাকে দেখতে বেশ কয়েকদিন আগে কুষ্টিয়ার নিজ বাড়ি গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার । মাকে দেখে বেশ কয়েকদিন পর আবার ঢাকায় ফিরে আসেন তিনি।

সেটাই ছিল মায়ের সঙ্গে বাশারের শেষ দেখা। বাবাকে হারিয়েছেন আগেই। মেজ ভাই সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলরক্ষক একরামুল বাশার তুহিনও দুরারোগ্য ক্যান্সারে ভুগে মারা গেছেন কয়েক বছর আগে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাবিবুল বাশার সুমনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।