ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনা রোধে দুই বছরের বেতন দান করছেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনা রোধে দুই বছরের বেতন দান করছেন গম্ভীর গৌতম গম্ভীর

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে দুই বছরের বেতন পিএম-কেয়ার্সের ত্রান তহবিলে দান করবেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাংসদ এবং সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই ঘোষণা দেন গম্ভীর। সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, ‘লোকজন জিজ্ঞেস করে তাদের দেশ তাদের জন্য কি করতে পারে।

সত্যিকারের প্রশ্ন হলো তোমার দেশের জন্য তোমরা কি করতে পারো?’ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি দিল্লিকে ট্যাগ করে গম্ভীর আরও লিখেন, ‘আমি আমার দুই বছরের বেতন পিএম-কেয়ার্স ফান্ডে দান করছি। আপনাদেরও সামনে আসা উচিত। ’ 

মজার বিষয় হচ্ছে, আজকের এইদিনে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১ সালে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন গম্ভীর। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জেতে ভারত।  

গত ১২ ঘণ্টায় ভারতে ১৩১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। দেশটিতে এখন পযর্ন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৯৬৫। মারা গেছে ৫০ জন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।