ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানালেন কিউই ব্যাটসম্যান ফ্লিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
ক্রিকেটকে বিদায় জানালেন কিউই ব্যাটসম্যান ফ্লিন ড্যানিয়েল ফ্লিন

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ফ্লিন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) ১৬ বছররে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ফ্লিন। এবার বিদায় জানালেন ঘরোয়া ক্রিকেটকে।

 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪টি টেস্ট খেলে ২৫.৯৫ গড়ে ১০৩৮ রান করেছেন ১৬ এপ্রিল ৩৫ বছরে পা রাখতে যাওয়া ফ্লিন। টেস্টে ৬টি হাফ-সেঞ্চুরি থাকলেও কোনো সেঞ্চুরি নেই তার ঝুলিতে। আর ২০ ওয়ানডে খেলে সেঞ্চুরি ও ফিফটি ছাড়া ১৫.২০ গড়ে রান করেছেন ২২৮। এছাড়া ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে করেছেন মাত্র ৫৯ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫ ম্যাচে ফ্লিনের রান সংখ্যা ৭৮১৫। আর লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১৩ ম্যাচে করেছেন ২৭৫৩ রান।  

২০০৪ সালে ১৯ বছর বয়সে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে অভিষেক হয় ফ্লিনের। ক্লাবটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচে ২০টি সেঞ্চুরি করেছেন তিনি।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ব্ল্যাক-ক্যাপ মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফ্লিনের। একই বছর একই দলের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।