ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্রাউন্ডসম্যানদের সহযোগিতার পরিকল্পনা বিসিবির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
গ্রাউন্ডসম্যানদের সহযোগিতার পরিকল্পনা বিসিবির

করোনার ভাইরাস সংক্রমণের আতঙ্কে দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই ক্রিকেটাররা অলস সময় পার করছেন। এ সময় বিসিবি ক্রিকেটারদের দিকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার গ্রাউন্ডসম্যান ও নিম্ন আয়ের কর্মচারীদের পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (এপ্রিল ০২) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি জানিয়েছেন।

প্রধান নির্বাহী বলেন, ‘আপনারা জানেন আমরা ইতিমধ্যে পুরুষ ও নারী ক্রিকেটারদের আর্থিকভাবে সহযোগিতা করেছি।

তো গ্রাউন্ডসম্যান, পিওনসহ আরো যারা নিম্ন আয়ের আছেন তাদের জন্যও আর্থিক সহযোগিতার পরিকল্পনা করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।