ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মোহাম্মদ শরীফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ডান হাতি পেসার মোহাম্মদ শরীফ। শনিবার (১১ এপ্রিল) শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এই ডান হাতি পেসার।

২০০০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শরীফের। এরপর ২০০১ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তার।

তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা হওয়ার পরে, ইনজুরিতে জর্জরিত হয়ে ২০০২ সালে তিনি দল থেকে জায়গা হারান। ২০০৩ বিশ্বকাপের পরেই ভারত ও অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি অপারেশন হয় তার।

ইনিজুরির কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ নয়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ উজ্জল শরীফ। ১৩২ ম্যাচে ব্যাট হাতে ৩২২২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৯৩ উইকেট।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।