ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলি দেখতে কপিলের মতো: শ্রীকান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
কোহলি দেখতে কপিলের মতো: শ্রীকান্ত কপিল দেব ও বিরাট কোহলি: ছবি-সংগৃহীত

ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কৃষ্ণচামারি শ্রীকান্ত বলেছেন, কপিল দেবের সঙ্গে তুলনা হতে পারে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। 

কপিল দেবের অধীনে ১৯৮৩ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। সেই স্কোয়াডের অংশ ছিলেন কৃষ্ণচামারি।

৬০ বছর বয়সী সাবেক ডানহাতি ব্যাটসম্যানের বিশ্বাস, অলরাউন্ডার কপিল দেবকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোহলি।  

কৃষ্ণচামারি বলেন, ‘আমি কপিল দেবের সঙ্গে এবং তার অধীনে খেলেছি। কপিল দেবের সঙ্গে বিরাট কোহলির তুলনা আমি করতে পারি। আমি তার (কোহলি) ভেতর বিস্ময়কর এক আত্মবিশ্বাস দেখি। ’

সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ এবং সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইনের সঙ্গে স্টার স্পোর্টসে ক্রিকেট নিয়ে এক আলোচনায় এ কথা বলেন কৃষ্ণচামারি।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।