ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় প্রাণ হারালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
করোনায় প্রাণ হারালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ/ছবি: সংগৃহীত

মহামারি করোনা ভাইরাসের থাবায় প্রাণ হারালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। 

করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর ৫০ বছর বয়সী জাফর পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে গত তিন দিন আইসিও'তে ভেন্টিলেটর দেওয়া হচ্ছিল।

১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু করেছিলেন জাফর সরফরাজ। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছিলেন ৬১৬ রান। ১৯৯৪ সালে অবসর নেওয়ার পর পেশোয়ার অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাফরের স্বপ্ন অধরা থেকে গেলেও তার ভাই আখতার সরফরাজ পাকিস্তান জাতীয় দলের সদস্য ছিলেন। তিনিও অবশ্য ১০ মাস আগে ক্যানসারের কাছে হার মেনে পরপারে চলে গেছেন।  

পুরো পাকিস্তানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭০৭ এবং মৃতের সংখ্যা ৯৬। আর সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ২৫ হাজার ২২৪ এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭০২।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।