ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার মিঠুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার মিঠুন

করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ সব দেশের ক্রিকেট স্থগিত রয়েছে। তবে টাইগার ক্রিকেটাররা একের পর এক খুশির খবর দিচ্ছেন। ক’দিন আগেই সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দ্বিতীয় সন্তানের জনক হওয়ার সংবাদ দেন। এবার যেন তাদেরই পথে হাটলেন জাতীয় দলের আরেক ক্রিকেটা মোহাম্মদ মিঠুন। দ্বিতীয়বার সন্তানের বাবা হলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এবার কন্যা সন্তানের জনক হলেন মিঠুন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এই খুশির খবরটি শেয়ার করেন তিনি।

সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন মিঠুন।

ক্যাপশনে মিঠুন লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমরা আর্শীবাদে কন্যা সন্তান পেয়েছি। বাচ্চা ও মা দুজনেই ভালো আছে। তাদের জন্য দোয়া করবেন। আর ঘরে থাকতে ভুলবেন না। #ঘরে থাকুন নিরাপদে থাকুন।

এর আগে ২০১৬ সালে প্রথমবার সন্তানের বাবা হয়েছিলেন মিঠুন। তার প্রথম সন্তানটি ছেলে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।