ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনার মধ্যে অধিকাংশ কর্মী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
করোনার মধ্যে অধিকাংশ কর্মী ছাঁটাই করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে মাঠের ক্রিকেট। যার কারণে অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। তবে সে ধাক্কা প্রতিরোধে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিএ জানিয়েছে, আর্থিক বছরের শেষ অবধি করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মী হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে তারা।  

স্বাস্থ্য সংকটের কারণে বিশ্বজুড়ে পেশাদারি ক্রিকেট বন্ধ থাকায় বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে ক্রিকেট বোর্ডগুলো।

যার ফলে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে।

সিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসোলেশনের সময়কালে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটীয় ক্রিয়াকলাপ কমে যাওয়ায় বেতন বাঁচাতে ২৭ এপ্রিল থেকে আমরা অধিকাংশ কর্মী হ্রাস করছি। ’

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘন্টা, এপ্রিল ১৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।