ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ডিরেক্টর পদে স্থায়ী হলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ডিরেক্টর পদে স্থায়ী হলেন স্মিথ গ্রায়েম স্মিথ

ডিরেক্টর পদে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। শুক্রবার (১৭ এপ্রিল) খবরটি নিশ্চিত করে সিএসএ। 

২০১৯ সালের ডিসেম্বরে মাত্র তিন মাসের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ডিরেক্টর পদে যোগ দেন স্মিথ। আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) কারণে এ সংক্ষিপ্ত চুক্তি করেন প্রোটিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ অধিনায়ক।

 

তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে আইপিএলের নতুন সংস্করণ পেছানোয় এবার স্থায়ী ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান। আগামী ৩১ মার্চ, ২০২২ সাল পযর্ন্ত এ পদে থাকবেন তিনি।  

স্মিথকে স্থায়ীভাবে ডিরেক্টর পদে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ড. জ্যাকস ফাউল বলেন, ‘অল্প সময়ের মধ্যে নিজের শক্তি, অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম, নৈতিকতা, গুণগত সংকল্প ও ধৈর্য দিয়ে গ্রায়েম অনেক প্রভাব রেখেছেন বোর্ডে। ’ 

মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কনিষ্ট হিসেবে অধিনায়ক হোন স্মিথ। ২০১৪ সালে ব্যাট-প্যাড তুলে রাখার আগে দেশের হয়ে ১১৭টি টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।