ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বাড়ি ভাড়া মওকুফ করে ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিলেন রুবেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
বাড়ি ভাড়া মওকুফ করে ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিলেন রুবেল রুবেল হোসেনের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য পৌঁছে দেন তার ভাই সাগর হোসেন (ডানে)

বাগেরহাট: করোনা পরিস্থিতিতে বাগেরহাটের নিজ বাড়ির ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ ও ভাড়াটিয়াদের খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে রুবেল হোসেনের বড় ভাই সাগর হোসেন ভাড়াটিয়াদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন।  

এর আগে রুবেল হোসেনের পিতা মুন্সি আবুবকর সিদ্দিক রুবেল হোসেনের পক্ষ থেকে ভাড়াটিয়াদেরকে জানিয়ে দেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ভাড়া দেওয়া লাগবে না।

 

ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চ মাসের ভাড়াও নেননি রুবেল হোসেন। শুধু ভাড়াটিয়া কেন, করোনা পরিস্থিতিতে বাগেরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে প্রায় সাড়ে চারশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন রুবেল হোসেন।

করোনা পরিস্থিতিতে রুবেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার প্রতিবেশীরা। ভাড়া মওকুফ করায় খুশি হয়েছেন ভাড়াটিয়ারাও।

রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া আজাদ, শাহিদা বেগমসহ কয়েকজন বলেন, রুবেল হোসেন ভাই আমাদের মার্চ মাসের ভাড়া নেননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া দেওয়া লাগবে না বলে জানিয়েছেন। আমাদেরকে কিছু খাদ্য সহায়তাও দিয়েছেন। এতে আমরা খুব খুশি হয়েছি।

প্রতিবেশী জাহাঙ্গীর মোল্লা বলেন, 'রুবেল ভাই তার ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করেছেন। প্রতিবেশীদের খাদ্য সহায়তা দিয়েছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। রুবেল ভাইয়ের মতো এলাকার সকল বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসতেন, তাহলে করোনায় কর্মহীনদের খাদ্য কষ্ট থাকত না।

রুবেলের পিতা মুন্সি আবুবকর সিদ্দিক বলেন, আমার ছেলে রুবেলের নির্দেশে আমাদের ১৬ জন ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া বন্ধ করা হয়েছে। ভাড়াটিয়া ও প্রতিবেশী মিলে সাড়ে চারশ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের গড়া তহবিলে বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন রুবেল। এছাড়া ব্যক্তি উদ্যোগে ঢাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ২২ এপ্রিল ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।