ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ছেলের সঙ্গে কোয়ারেন্টিন প্রিমিয়ার লিগ খেললেন ধাওয়ান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
ছেলের সঙ্গে কোয়ারেন্টিন প্রিমিয়ার লিগ খেললেন ধাওয়ান (ভিডিও) ছেলের সঙ্গে ‘কোয়ারেন্টিন প্রিমিয়ার লিগ’ খেলার মুহূর্তে ধাওয়ান

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে সব ধরণের ক্রিকেট আসর। তবে ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ঘরে বন্ধ নেই ক্রিকেট। নিজে অনুশীলনের পাশাপাশি ছেলে জোরাভারের সঙ্গে ব্যাট-বল হাতে সময় কাটাচ্ছেন তিনি। বুধবার (২২ এপ্রিল) ছেলের সঙ্গে খেললেন ‘কোয়ারেন্টিন প্রিমিয়ার লিগ’ও। 

ম্যাচটির আবার নামও দিয়েছেন তিনি। ‘ধাওয়ান বনাম ধাওয়ান’

সেই ম্যচের একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। নিজের অফিসিয়াল টুইটারে পোস্ট করা ভিডিও’টির ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘আকস্মিক মুহূর্তে ধাওয়ান বনাম ধাওয়ান। ’ 

ইতোমধ্যে সেই ম্যাচটির ভিডিও দেখা হয়েছে ১২ লাখ ৬০ হাজারও বেশিবার। ভিডিওতে দেখা যায় পুত্র জোরাভার বল করছে আর ধাওয়ান বেশ মনোযোগ দিয়ে ব্যাট করছেন।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।