ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় চুক্তি হারালেন শাদাব-ডি’আর্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২, ২০২০
করোনায় চুক্তি হারালেন শাদাব-ডি’আর্সি

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি আসর টি-২০ ব্ল্যাস্ট। আর এ কারণেই টুর্নামেন্টের অন্যতম দল সারে তাদের দুই বিদেশি ক্রিকেটার শাদাব খান ও ডি’আর্সি শর্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে।

সারে অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই চুক্তি বাতিল করা হয়েছে।

এই দুই ক্রিকেটারই আবার নতুন টুর্নামেন্ট ১০০ বলের ক্রিকেটেও যুক্ত ছিলেন।

তবে কোভিড-১৯ এর কারণে এই আসরটিও এক বছর পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছে।

সারে পরিচালক অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘বর্তমান পরিস্থিতি বুঝতে পারায় শাদাব ও ডি’আর্সি কে ধন্যবাদ জানাই। একই সঙ্গে তাদের ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিও আমরা কৃতজ্ঞ। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।