ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনা প্রসঙ্গে গাঙ্গুলী: খুব কঠিন উইকেটে টেস্ট খেলার মতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ৩, ২০২০
করোনা প্রসঙ্গে গাঙ্গুলী: খুব কঠিন উইকেটে টেস্ট খেলার মতো সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট মহামারিতে মৃতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি করোনার সময়ের পরিস্থিতিকে তুলনা করেছেন, কঠিন খুব উইকেটে টেস্ট খেলার সঙ্গে। 

ফেভার নেটওয়ার্কের মাধ্যমে শুরু করা ‘১০০ ঘণ্টা ১০০ তারকা’ নামক অনুষ্ঠানে এ কথা বলেন সাবেক টিম ইন্ডিয়া অধিনায়ক।

সারাবিশ্বে এখন পর্যন্ত ৩৪ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন ইতোমধ্যে।
 
গাঙ্গুলী বলেন, ‘এই পরিস্থিতিটা একটা বিপদজনক উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতোন। পেস বল সুইং করছে আবার স্পিন বল বেশ ঘুরছে। এই অবস্থায় ব্যাটসম্যানদের খেলা খুব কঠিন। একটু ভুল করলেই আউট হয়ে যেতে হবে। ব্যাটসম্যানকে রান তুলতে হবে আবার নিজের উইকেটটা রক্ষা করতে হবে সঙ্গে ম্যাচ জিততে হবে। কোনো ভুল করা চলবে না। ’

খেলোয়াড়ি জীবনে এরকম অসংখ্য ম্যাচ জিতিয়েছেন গাঙ্গুলী। সেজন্য তিনি ক্রিকেটের কঠিন মূহূর্ত এবং এই ধরনের স্বাস্থ্য সংকটের মাঝে সমান্তরাল একটি লাইন এঁকে দিয়েছেন।  

তিনি বলেন, ‘এটা খুবই কঠিন মুহূর্ত, আশা করি আমরা সবাই মিলে ম্যাচটা জিতবো। আমি বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। কারণ এই ভাইরাসের কারণে অনেক মানুষ দুর্ভোগে রয়েছে। আমাদেরকে এখন করোনার বিপক্ষে যুদ্ধ করতে হবে। সারা বিশ্বেই এখন একই পরিস্থিতি। আমরা কেউ জানি না কখন কিভাবে এর থেকে বের হয়ে আসবো। ’

গাঙ্গুলী শুধু চিন্তিতই নন, এটা নিয়ে ভয়ের কারণে তিনি সাহায্য করতেও পারছেন না জানিয়ে বলেন, ‘এই ভাইরাসের কারণে অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে অনেক মানুষ মারা গিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে আমি শুধু চিন্তিত নই, ভয়ও পাচ্ছি। মানুষ আমার বাসার সামনে আসছে খাদ্য সামগ্রী নিতে, আমি একটু ভয়ও পাচ্ছি। এটা একটা মিশ্র অনুভূতি। আমি চাই যত দ্রুত সম্ভব এই পরিস্থতি দূর হোক। ’

তিনি আরও জানান, ক্রিকেট তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে শিখিয়েছে এবং সব সময় সাবধান থাকতে শিখিয়েছে।

ভারতীয় ক্রিকেটের বোর্ড প্রধান বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জীবনে চাপ আর বাস্তবতার মুখোমুখি হয়েছি। এক বল বাকি আছে আপনাকে রান করতে হবে। আপনি যদি একবার ভুল পথে হাঁটেন, ভুল ফুটওয়ার্ক করেন তো শেষ, আপনি আর দ্বিতীয় সুযোগ পাবেন না। এই ধরনের পরিস্থিতি আপনাকে সব সময় সাবধান থাকতে শেখায়। যেটা জীবনের ক্ষেত্রেও কাজে লাগে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ০৩, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।