ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্য হান্ড্রেড: খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করল ইসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ৫, ২০২০
দ্য হান্ড্রেড: খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করল ইসিবি ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারির কারণে এক বছর পেছানো হয়েছে '১০০ বলের ক্রিকেট' বা 'দ্য হান্ড্রেড'। এবার টুর্নামেন্টের অভিষেক মৌসুমে খেলোয়াড়দের সঙ্গে ৮টি ফ্র্যাঞ্চাইজির করা সকল চুক্তিও বাতিল করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসিবি।

চলতি বছর জুলাইয়ের ১৭ থেকে আগস্টের ১৫ আগস্টের মধ্যে মাঠে গড়ানোর কথা ছিল নতুন ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট।

কিন্তু করোনার থাবায় সব থমকে যাওয়ায় শুরুর আগেই এক বছর পিছিয়ে গেল ইসিবি'র অনেক সাধের এই আসর।

২০২১ সালে অনুষ্ঠিত হবে ৮ দলের নতুন এ টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘দ্য হান্ড্রেড’ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে ইসিবি।  

সিদ্ধান্তটি অপ্রত্যাশিত নয়। গত সপ্তাহেই ইসিবি জানিয়েছিল দেশটিতে ০১ জুলাই পযর্ন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত রাখার কথা।  

বুধবার (২৯ এপ্রিল) ক্রিকেটের ভবিষ্যৎ সময়সূচি নিয়ে এক সভায় বসে ইসিবি। সেখানেই সিদ্ধান্ত হয় নারী ও পুরুষ দল নিয়ে হতে যাওয়া ‘দ্য হান্ড্রেড’ এক বছর স্থগিত রাখার বিষয়টি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।