ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকা দাড়ির এই ধোনিকে চেনাই যাচ্ছে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ৯, ২০২০
পাকা দাড়ির এই ধোনিকে চেনাই যাচ্ছে না

চলমান করোনা ভাইরাস সঙ্কটে স্থবির পুরো ক্রীড়া বিশ্ব। কোভিড-১৯ এর কারণে ভারতে চলছে দীর্ঘ লকডাউন। আর এসে করে দেশটির তারকা ক্রিকেটাররা ঘরে বসেই সময় কাটাচ্ছে। যদিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সচল। তবে একেবারেই আড়ালে রয়েছেন সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় দলে সুযোগ না পাওয়া ধোনি এ বছরের আইপিএলে নিজেকে প্রমাণের চেষ্টায় ছিলেন। তবে করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে।

তাই পরিবারের সঙ্গেই সময় পার করছেন তিনি।

এবার সাদা পাকা দাড়িতে ধোনি ভক্তদের সামনে এলেন। নিজের রাঁচির ফার্মহাউসে মেয়ে জিভার সঙ্গে দৌড়নোর সময় তাকে দেখা গিয়েছে নতুন ‘লুক’-এ। আর তার এমন লুকটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। একেবারে চেনাই যাচ্ছে না তাকে।

ধোনির মেয়ে জিভার ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিও আপলোড করা হয়। যেখানে ধোনি মেয়ে দৌড়াচ্ছেন। কুকুরের সঙ্গে খেলছেন।

সেই ভিডিও-তে এক সেকেন্ডের জন্য দেখা যায় ধোনিকে। আর তাতেই চমকে দিয়েছেন তিনি। কেননা তার সাদা দাড়ি বেশ বড় হয়েছে। ধোনিকে এমন চেহারায় এর আগে দেখেননি ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।