ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০২০
বাবা হলেন এনামুল হক বিজয় বিজয় ও তার স্ত্রী ইরা

প্রথমবারের মতো বাবা হয়েছেন এনামুল হক বিজয়। রোববার (১০ মে) দুপুরে রাজধানীর এক হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী ফারিয়া ইরা। 

প্রথম সন্তানের বাবা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন বিজয়।  নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান লেখেন, ‘আমার জীবন আগের চেয়ে আরও সুন্দর হয়ে ওঠেছে যখন আমি কয়েক মিনিট আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখটি দেখলাম।

তোমার ছোট ছোট হাতের আঙুল এবং পায়ের নিঁখুত দশটি আঙুল, দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে। কি সুন্দর! আমি ব্যখ্যা করতে পারব না। তুমি আমার জীবনে মহান আল্লাহতায়ালার একটি নেয়ামত এবং মূল্যবান উপহার। তুমি আমার জীবনের অংশ। আমার ছোট আম্মু! আমার সুন্দরী পরী! আমার অপরূপা রাজকন্যা! মাশাল্লাহ। ’

কেমন আছেন সবাই? আলহামদুল্লিাহ, আজ আমি বাবা হয়েছি! আজ আমরা মা-বাবা হয়েছি। আমাদের সদ্য ভূমিষ্ট ‘কন্যা’র জন্য আপনারা সবাই দোয়া করবেন। ’ 

দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইরার সঙ্গে বিজয় বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের ২৯ জুন।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ১০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।