ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়ের নাম-ছবি প্রকাশ করলেন এনামুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মে ১৫, ২০২০
মেয়ের নাম-ছবি প্রকাশ করলেন এনামুল ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটারদের ঘর আলো করে নতুন অতিথি আগমনের বেশ হিড়িক পড়েছে। কয়েকদিন আগে বাবা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। গত বছর শেষের দিকে বাবা হয়েছেন তামিম ইকবাল। সর্বশেষ রোববার (১০ মে) কন্যা সন্তানের বাবা হয়েছেন এনামুল হক বিজয়।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে এনামুল তার ফেসবুক পেজে নিজের মেয়ের ছবি প্রকাশ করে নাম জানিয়েছেন। মেয়ের নাম রেখেছেন আলভিনা হক তোহফা।

একটি স্ট্যাটাস দিয়ে নিজের মেয়ের জন্য দোয়া চেয়েছেন বিজয়।

স্ট্যাটাসে মেয়ের ছবি দিয়ে বিজয় লেখেন, ‘আলভিনা হক তোহফা, আমাদের ঘরের আলো। ছোট্ট একটি ফুল। নিস্পাপ একটা প্রাণ! আসলে বাবা হিসেবে আমার মনের অনুভূতিটা যথাযথভাবে প্রকাশ করতে পারছি না!! সবার কাছে শুধু একটুখানি দোয়া চাচ্ছি আমাদের মেয়ের সুন্দর এবং নিরাপদ জীবনের জন্য। একবার মাশা'আল্লাহ বলার অনুরোধ রইল!!!’

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, মে ১৫, ২০২০
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।