ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১৬, ২০২০
ইংল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবীয়দের

ইংল্যান্ড সফরের কথা চিন্তা করে ৩০ সদস্যের একটি স্কোয়াড বেছে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও এখনও নিশ্চিত করা হয়নি যে এরাই সফরটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সফরটি মূলত গত ৪ জুনে হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে অন্ততপক্ষে জুলাইয়ের আগে আর হচ্ছে না। দুদেশের ক্রিকেট বোর্ড-ই অবশ্য এই সিরিজের ব্যাপারে প্রতিনিয়তই আলোচনা করে যাচ্ছে।

অবশ্য সফর যখনই করুক ক্যারিবীয় ক্রিকেটাররা যে যুক্তরাজ্যে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে সে ব্যাপারে জানিয়ে দিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ। তিনি বলেন, ‘আমরা সেখানে দুই সপ্তাহের কোয়ারেন্টিনের প্রস্তুতি নিয়েই যাব।

তবে আউটডোরে অনুশীলনের ব্যবস্থা করে দিতে ইসিবির কাছে জানাবো আমরা। ’

এদিকে এই সিরিজের মধ্যদিয়েই ফের আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আশা করছেন বিশেষজ্ঞরা।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।