ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন তাসকিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মে ২০, ২০২০
দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন তাসকিন দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন তাসকিন আহমেদ/ছবি: সংগৃহীত

‘প্রান্তজন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। 

বুধবার (মে ২০) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন এই ডানহাতি পেসার।  

ঢাকার বিভিন্ন এলাকায় ইফতার বিতরণের কাজ করছে ‘প্রান্তজন ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক সংগঠন।

সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করাই সংগঠনটির লক্ষ্য। করোনার এই কঠিন সময়ে তাসকিন সংগঠনটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এসময় তাসকিন বলেন, ‘করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনটি বেশ ভালো উদ্যোগ নিয়েছে। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ’

রমজানের মাঝামাঝি সময় থেকে প্রতিদিন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকে 'প্রান্তজন ফাউন্ডেশন' নামের এই সংগঠনটি। এছাড়াও সংঠনের পক্ষ থেকে ঢাকার বাইরেও ত্রাণ-সাহায্য করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ২০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।