ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে খেলতে চান উইলিয়ামসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২১, ২০২০
বিপিএলে খেলতে চান উইলিয়ামসন তামিমের লাইভে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন উইলিয়ামসন

টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নিউজল্যান্ডের কেন উইলিয়ামসনের চাহিদা বিশ্বজোড়া। বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ বিশেষ করে আইপিএলে নিয়মিত মুখ তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যায়নি এই কিউই ব্যাটসম্যানকে। তবে সুযোগ পেলে তিনি বিপিএলে খেলতে চান বলে জানালেন।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। বৃহস্পতিবার (মে ২১) দুপুরে সে আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউই অধিনায়ক।

সেখানেই তামিম আগ্রহের কথা জানতে চাইলে উইলিয়ামন তার আগ্রহের কথা জানান।

তামিমের সঙ্গে আড্ডার এক পর্যায়ে উইলিয়ামসন বলেন, ‘আমি বিপিএল খেলতে খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই খেলতে চাই বিপিএলে। আমি জানি এখানে দারুণ প্রতিযোগিতা হয়। এই টুর্নামেন্টে অনেক ভালো কিছু বিষয় আছে। দেখা যাক কী হয়। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।