ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের আড্ডায় নেই সাকিব, পঞ্চপান্ডবের চারজন দিয়েই শেষ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ২১, ২০২০
তামিমের আড্ডায় নেই সাকিব, পঞ্চপান্ডবের চারজন দিয়েই শেষ মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডা দেবেন তামিম

করোনাকালে সব ধরনের ক্রিকেট স্থগিত। অবসরের এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশি-বিদেশি বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করছেন। এবার সেই আড্ডার ইতি টানতে চলেছেন বাঁহাতি ওপেনার। 

আগামী শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টায় তামিম তার ফেসবুক লাইভের শেষ আড্ডায় এক সঙ্গে আড্ডা দেবেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। অর্থাৎ পঞ্চপান্ডবের চারজনই থাকবেন লাইভে।

সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে লাইভে আসতে রাজি হননি। এর আগে মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ’র সঙ্গে আলাদা আলাদাভাবে লাইভ আড্ডা তেন তামিম।  

বৃহস্পতিবার (২১ মে) তামিমের লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই আড্ডা শেষেই তামিম জানান, তার লাইভের ইতি টানার কথা। তামিম জানিয়েছেন, সাকিব তার ব্যক্তিগত কারনেই লাইভে আসতে চান না। যার কারণেই সিনিয়রদের সবাইকে লাইভে আনেতে পারেননি।

তামিম বলেন, ‘আসলে মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। আমি ৮-১০ দিন আগে কথা বলেছিলাম সাকিবের সঙ্গে। এটা আসলে আলোচনার কোনো বিষয় না, এটা নিয়ে বেশি আলোচনার কোনো দরকারও নেই। আমি বাকি তিনজনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই আড্ডায় আসতে রাজি হয়েছে। তো আমরা পাঁচজন তো এক সঙ্গে করতে পারবো না তাই চারজন এক সঙ্গে শো করবো। আর এটাই আমার লাস্ট এপিসোড হবে। ’

গত মঙ্গলবার (১৯ মে) তামিমের লাইভ আড্ডায় বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু এবং আকরাম খানের সঙ্গে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পাকিস্তানের সাবেক লিজেন্ড ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।  

তামিমের নিয়মিত ফেসবুক আড্ডায় সোমবার (১৮ মে) উপস্থিত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত শুক্রবার (১৫ মে) আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে লাইভে এনেছিলেন তামিম। এর আগে চমক হিসেবে প্রথম বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে লাইভে আড্ডা দেন এই বাঁহাতি ওপেনার।  

এর আগে তামিম ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তারই সতীর্থ লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে। জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমকে দিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন তামিম। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজাকেও লাইভে নিয়ে আসেন।  

তামিমের সঙ্গে লাইভ আড্ডায় হাজির হয়েছিলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়ও।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।