ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ২২, ২০২০
স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ! টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত আছে সব ধরনের ক্রিকেট আসর। এবার স্থগিত হতে যাচ্ছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপও। 

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার সময়সূচি ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনার সংকট চিন্তা করে তা স্থগিত রাখার পরিকল্পনা করা হচ্ছে।

এ ব্যাপারে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনটাই জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই মুহূর্তে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে। আর তা হলো, কবে হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ?

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ২২, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।