ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখতে পান রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ২২, ২০২০
তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখতে পান রমিজ রাজা তামিম ইকবাল ও সাঈদ আনোয়ার

করোনাকালে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের নিয়ে ইউটিউব চ্যানেলে আড্ডার আয়োজন করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একই কাজ করছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজাও। এরইমধ্যে তার আড্ডায় হাজির হয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এবার তাতে যোগ দিলেন তামিমও।

বৃহস্পতিবার (২১ মে) রমিজের আড্ডায় অতিথি হয়েছিলেন তামিম। সেখানেই কথা প্রসঙ্গে রমিজ বলেন, তামিমের ব্যাটিং দেখে সাবেক পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ারের কথা মনে হয় তার।

তামিম একমত না হলেও ৩১ বছর বয়সী বাঁহাতি ওপেনারকে সাঈদ আনোয়ারের মতোই 'সহজাত ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেন রমিজ।

পাকিস্তানের জার্সিতে ৫৫ টেস্টে ৪৫.৫২ গড়ে ৪ হাজার ৫২ রান করেছিলেন সাঈদ আনোয়ার। এই সময়ে নামের পাশে যোগ করেছিলেন ১১টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটি। আর ২৪৭টি ওয়ানডে খেলে এই বাঁহাতির রান ৩৯.২১ গড়ে ৮ হাজার ৮২৪। সেঞ্চুরি ২০টি এবং ফিফটি ৪৩টি।

তামিমের উদ্দেশে রমিজ বলেন, 'তোমার ব্যাটিংয়ে সাঈদ আনোয়ারের ধরন দেখতে পাই। 'জবাবে তামিম বলেন, 'আমি তা মনে করি না। সাঈদ আনোয়ার অন্য লেভেলের ব্যাটসম্যান ছিলেন। '

কিন্তু রমিজ রাজা বলেন, 'তুমি যেভাবে ব্যাটিংয়ের সময় বল ঘুরিয়ে খেলতে পারো, সেটা আমাকে সাঈদ আনোয়ারের কথা মনে করিয়ে দেয়। আমি তার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। সেও তোমার মতোই সহজাত ব্যাটসম্যান ছিল। '

আলোচনার এক পর্যায়ে তামিমের কাছে তার পছন্দের প্রতিপক্ষের কথা জানতে চান রমিজ। জবাবে ভারত ও পাকিস্তানের নাম উল্লেখ করেন তামিম। আর ক্যারিয়ারে যে বোলারদের খেলতে বেশি অসুবিধা হয়েছে তাদের কথা বলতে গিয়ে শোয়েব আখতার, সাঈদ আজমল এবং মরনে মরকেলের নাম নেন তিনি। সেই সঙ্গে সাবেক পাকিস্তানি কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামের বল মোকাবিলা করতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন টাইগার ওপেনার।

কতদিন খেলা চালিয়ে যেতে চান তামিম? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, আরও অন্তত ৬ বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে তার।

এদিকে শনিবার (২৩ মে) রাতে তামিমের পরবর্তী লাইভ আড্ডায় হাজির হবে বাংলাদেশের তিন সিনিয়র ক্রিকেটার- মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত কারণে হাজির থাকতে পারবেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।