ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিজিও’র ভুলেই দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, মে ২৪, ২০২০
ফিজিও’র ভুলেই দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপট পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান মাশরাফি বিন মুর্তজা। তিনি অধিনায়কত্ব নেবার পর টাইগারদের ঘটে বৈপ্লবিক পরিবর্তন। যে কারণে বাংলোদেশ এখন বিশ্ব ক্রিকেটের এক বড় পরাশক্তি।

টাইগারদের সফল এই সাবেক অধিনায়ক দেশের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। এরমধ্যে ২০১১ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি জানা ছিল।

কিন্তু এবার বেরিয়েছে নতুন তথ্য। ইনজুরি নয়, ফিজিও’র ভুলের কারণেই না-কি মাশরাফির খেলা হয়নি সেই বিশ্বকাপ।

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন। শনিবার (২৩ মে) রাতে তামিম সেই আড্ডার ইতি টানেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দিয়ে। এই আড্ডাতেই মাশরাফি নিজে জানান ফিজিও’র ছোট একটি ভুলের কারণেই খেলা হয়নি ২০১১ সালের বিশ্বকাপ।

মাশরাফি বলেন, ‘ডেভিড ইংয়ের মেডিক্যাল রিপোর্ট পুরোটা না পড়েই ফিজিও মাইকেল হেনরি সেটা নির্বাচকদের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি পুরোটা পড়ে যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল, নাহ, আমি তো পুরোটাই লিখে পাঠিয়েছি। তখন আমি হেনরিকে বললাম, তুমি মোবাইল চেক করে দেখো। পরে আমি যেটা দেখলাম, সে (হেনরি) আর নিচে যে রিড মোর অপশন থাকে, সেখানে যায়নি। প্রথমটুকু পড়েই নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠিয়েছে। এরপর সে আমাকে সরি বলেছে। ওর সঙ্গে তখন আর ঝামেলা করে তো লাভ নেই। মূলত আমি যেটা বললাম, আমার ফ্যামিলি ব্যাক পাবে দেখেই আমার সঙ্গে এমনটা ঘটেছে। আমার স্ত্রী অসুস্থ ছিল। তাকে সময় দিয়েছি। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, মে ২৪, ২০২০
আরএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।